অনলাইনে কী করে ছাত্র পেতে হয়? | Social Media Marketing | Free Course in Bengali

আপনি হয়তো বহুবার অনলাইনে পড়ানোর কথা ভেবেছেন। হয়তো চেষ্টাও করেছেন ছাত্র পাওয়ার। কিন্তু আশানুরূপ ফল পাননি। তার মানে এই নয় আপনি খারাপ পড়ান। কিন্তু অনলাইনে কী করে ছাত্র পেতে হয় বুঝতে পারছেন না। আপনি পড়ানোর বিজ্ঞাপন পোস্ট করে যাচ্ছেন, টিটোরিয়াল ভিডিও আপলোড করেছেন। বুস্ট করেছেন পোস্ট। কিন্তু ছাত্র আসেনি, ভিডিওতে ভিউ আসে নি। কারণ এগুলি পদক্ষেপ হিসেবে হয়তো ভুল। কেন ভুল? আপনি পোস্ট করছেন কিন্তু আপনার পোস্ট আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে না। কে আপনার টার্গেট অডিয়েন্স? ছাত্র - ছাত্রী বা ছাত্র ছাত্রীর বাবা মা, যাদের আপনার সাবজেক্টের জন্য শিক্ষক প্রয়োজন। বিজ্ঞাপন দেখে মানুষ ইগনোর করে যাচ্ছে কারণ হতে পারে বিজ্ঞাপনের ডিসাইন ভুল। বা বিজ্ঞাপন বুঝতে পেরে সোশ্যাল মিডিয়া আপনার রিচ কমিয়ে দিচ্ছে। এরকম অনেক অনেক কারণ হতে পারে। আজ আপাতত ১০ টি টিপস লিখছি, যেগুলো মেনে চলে দেখুন ফল পান কিনা। 
১. সোশ্যাল মিডিয়াতে শুধু বিজ্ঞাপন দিয়ে তেমন লাভ হয় না।
২. রিল বা ভিডিওর ক্যাপশনে যে টপিক নিয়ে ভিডিও করেছেন সেই সংক্রান্ত সম্ভাব্য যা যা Key-word হয় ব্যবহার করবেন। 
৩. রিল বা ভিডিওতে Text Tool ব্যবহার করে বিষয় এবং টপিকের নাম লিখবেন। 
৪. হ্যাশট্যাগ সাবজেক্ট এবং টপিকের ওপর ভিত্তি করে দেবেন। আপনার নিজস্ব একটি হ্যাশট্যাগ রাখবেন। আপনি যে শহর থেকে ছাত্র পেতে চাইছেন সেই শহরের হ্যাশট্যাগ ব্যবহার করেবেন। চেষ্টা করবেন ৫ টি হ্যাশট্যাগ ব্যবহার করতে। 
৫. সপ্তাহে একটি ইমেজ এবং দুটি রিল মিনিমাম পোস্ট করবেন। 
৬. বড় ভিডিও থেকে কেটে কেটে ছোট রিল বানাবেন। রিলের কমেন্টের সেকশানে বড় ভিডিওর লিংক দেবেন। 
৭. দিনে দুটির বেশি পোস্ট করবেন না। 
৮. সোম বুধ শুক্র পোস্ট করুন। সোম বুধ রিল , শুক্রবার ইমেজ। 
৯. সেই টপিকের ওপর ভিডিও বানাবেন না যে বিষয়ে অনেক কন্টেন্ট অলরেডি আছে। 
১০. কোন টপিকের ওপর ভিডিও বানাবেন আপনার ছাত্র-ছাত্রীদের কাছে কমেন্টে জানতে চান। 
কনটেন্ট কী ভাবে বানাবেন, শুরু কিভাবে করবেন, শেষ কিভাবে করবেন- তাই নিয়ে ৭ দিনের মধ্যে পোস্ট করব। একটু খেয়াল রাখবেন। 
যেকোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান।