
যখন কোনো ভিডিওর ক্যাপশন লিখতে হয়, তখন প্রথমে মাথায় রাখতে হবে ভিডিওটা কি নিয়ে। যদি ক্যাটেগরাইজ করি তাহলে কোন ক্যাটেগরিতে পড়ছে – আর্ট, ডান্স, মিউজিক ইত্যাদি। তার মানে সমমনস্ক অডিয়েন্স খুঁজছি, যারা এই ভিডিওটা দেখার উপযুক্ত অডিয়েন্স। তারপর সেই অডিয়েন্স এই ঘরানার ভিডিও দেখতে কি সার্চ করবে সেটা খুঁজে বার করা। তারপর তারা এই ধরনের ঘরানার কী কী ধরনের ভিডিও দেখে, সেই ভিডিওগুলোতে কী কী কি-ওয়ার্ড ব্যবহার করা হয়। প্রথম সার্চ করার ক্ষেত্রে সেটা এসইও-র কারণে দরকার হয়। এবং এসইও-র ক্ষেত্রে হাই ভল্যুম এবং লো ভল্যুম কি-ওয়ার্ডের একটা ব্যালান্স করে কি-ওয়ার্ড বাছাই করতে হয়। যখন কি-ওয়ার্ড বাছাই করা হচ্ছে তখন একাধিক সেট তৈরী করতে পারলে ভালো। এ/বি টেস্টিং-এর জন্য এক এক ভিডিওতে এক এক সেট অব কি-ওয়ার্ড ব্যবহার করতে হয়।
When writing a caption for a video, the first thing to keep in mind is what the video is about. If we categorize it, then which category does it fall under—art, dance, music, etc.? That means we’re looking for a like-minded audience, the appropriate viewers for this video. After that, we need to find out what that audience would search for to discover this type of video. Then, we need to analyze what kinds of videos they usually watch in this genre and what keywords are used in those videos. This initial research is necessary for SEO purposes. And in SEO, while selecting keywords, there has to be a balance between high-volume and low-volume keywords. It’s better if multiple sets of keywords can be created. For A/B testing, different sets of keywords should be used for different videos.
সেটার কারণ সেইসব কি-ওয়ার্ড ব্যবহার কালে ফেসবুক বা ইউটিউব সাজেশন হিসাবে ঐ ধরনের ভিডিওর সাথে আমাদের ভিডিওটা দেখতে পাবে। ভিডিওতে কি বলছে সেটা হুবহু লেখা উচিত নয়, যদি সেটা সাব্জেক্টিভ না হয়। ভিডিওতে যদি কোনো অন্যমনস্ক ছেলের গল্প বলে, তাহলে সেই ছেলেটা কত কাজ, কী কী কাজ, কত ভাবে ভুল করে এবং কত কিছু ভুলে যায়, সেটার বিবরণ ক্যাপশন বা ডেস্ক্রিপশনে লেখার প্রয়োজন নেই। এখানে অন্যমনস্কতা, অন্যমনস্কতার সাথে যুক্ত বিষয়গুলো, কি কারণে অন্যমনস্কতা হয়, কি কাজ করলে অন্যমনস্কতা কাটে এই সমস্তগুলিকে কি-ওয়ার্ড রিসার্চের মধ্যে রাখতে হয়। সেখান থেকে কি-ওয়ার্ডগুলো বার করা, তাদের ভল্যুম সার্চ করতে হয়। ধরা যাক অন্যমনস্কতার কারণ, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত, অবসাদ, একাকীত্ব ইত্যাদি। তাহলে এগুলো কি-ওয়ার্ড হবে। এবার কি-ওয়ার্ডগুলো ব্যবহার করে মিনিংফুল প্যাসেজ/প্যারাগ্রাফ লিখতে হবে।
The reason for this is that when these keywords are used, platforms like Facebook or YouTube will recommend our video alongside similar videos. The caption should not be a direct transcript of what is being said in the video—unless it is absolutely essential. For example, if the video tells the story of a forgetful boy, there’s no need to describe in the caption all the tasks he does, how he makes mistakes, and how much he forgets. Instead, the focus should be on forgetfulness, related topics, reasons behind forgetfulness, and what activities can reduce forgetfulness. These should be included in the keyword research. From there, keywords should be extracted and their search volumes checked. For example, if forgetfulness is related to mental health, depression, or loneliness—then those become keywords. Using those keywords, a meaningful passage or paragraph should be written.
যখন কোনো রিল বা ভিডিওর জন্য কি-ওয়ার্ড বাছতে হবে, তখন দেখতে হবে সেই ভিডিওর টার্গেট অডিয়েন্স কি লিখে সার্চ করে এই ধরনের রিল বা ভিডিও খুঁজে পাওয়ার জন্য। খুব জেনেরিক কি-ওয়ার্ড, মূলত সিংগেল ওয়ার্ড বাদ দেওয়া উচিত। দুই বা তার বেশী শব্দবন্ধের কি-ওয়ার্ড বাছলে সার্চ করে দেখতে হবে তাতে কি ধরনের ভিডিও সার্চ রেসাল্টে আসছে। সেই ধরনের ভিডিওর সাথে আমাদের ভিডিও বা রিলের কোনো সম্পর্ক আছে কি না। ধরা যাক ছাত্র-ছাত্রীদের মধ্যে যাদের বয়স ১৬ - ১৮ - এর মধ্যে তাদের প্রেম-সম্পর্ক নিয়ে কোনো ভিডিও। তাতে প্রেম, সম্পর্ক, ছাত্র-ছাত্রী কোনটাই কি-ওয়ার্ড হতে পারে না। বয়ঃসন্ধির মানসিক স্বাস্থ্য, এই জাতীয় কোনো শব্দবন্ধ দিয়ে মানুষ সার্চ করছে কি না দেখতে হবে। সার্চ করলে প্রথম ৫টি ভিডিওর রিচ কেমন, তারা কি কি-ওয়ার্ড ব্যবহার করেছে দেখা, ভিডিওগুলির অডিওতে বলা কোন শব্দে বয়ঃসন্ধির মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কিছু বলেছে কি না শোনা। ৫টি ভিডিওর মধ্যে কি-ওয়ার্ডগত কোনো মিল আছে কি না। সেটা সার্চ কি-ওয়ার্ড কি না। সেটা দিয়ে খুঁজলে ভিডিও পাঁচটির কোনটি আসছে কি না। আসলে সেই কি-ওয়ার্ড বাছাই করা। এভাবে কি-ওয়ার্ড খোঁজা একটা পদ্ধতি।
When selecting keywords for a reel or video, one must consider what the target audience would type in to search for such reels or videos. Very generic keywords, especially single words, should be avoided. Instead, keyword phrases of two or more words should be chosen, and then searched to see what kind of videos appear in the results. Then, check whether our video or reel is relevant to those types of videos. For example, if the video is about romantic relationships among students aged 16–18, then “love,” “relationship,” or “students” cannot be keywords. Instead, phrases like “adolescent mental health” might be more appropriate. One must check if people are searching using such terms. Then analyze the reach of the first five search results—what keywords they used, and whether in their audio they mention words related to adolescent mental health. Check if there is any commonality in the keywords across those five videos. If that common word is also a search keyword, then search again to see if any of those five videos appear. If so, that keyword should be selected. This is the method for finding effective keywords.